ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বিশ্বকাপের পর থেকেই অফ-ফর্মে রয়েছেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের খারাপ সময়ে কথা উঠছে তার দলে থাকার যোগ্যতা নিয়েও। তবে ব্যাপারটি নিয়ে চিন্তিত নন ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার শিষ্যের পাশে দাঁড়িয়ে উল্টো বলতে চাইলেন, সংবাদমাধ্যমেই চাপেই তামিম খারাপ খেলছেন।
সবশেষ ওয়ানডেতে অর্ধশতকের দেখা তামিম পেয়েছেন ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে ৬২ রানের ইনিংস খেলার পর নিয়মিত ব্যর্থ তামিম ইকবাল। গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ভালো শুরুর ইঙ্গিত দিয়ে সাজঘরে ফেরেন ২৪ রান করে। অথচ তারই সঙ্গী লিটন দাস খেলেন ক্যারিয়ারের দ্বিতীয় শতকের ইনিংস।
কেন এমনটা হচ্ছে তামিমের? এর সঠিক ব্যখ্যা কি। এ ব্যাপারে ম্যাকক্যাঞ্জি বলেন, ‘তামিম অনেক সিনিয়র খেলোয়াড়। সে জানে কি করতে হবে। তামিম নিজের ব্যাপারটা বোঝে। আবার কোচরাও তাকে সহযোগিতা করে। আমরা বলি না তামিম স্লো খেলবে না দ্রুত গতিতে যাবে। কোয়ালিটি বলেও সে ভাল খেলছে। আর পাওয়ার প্লে তে অতিরিক্ত শট খেলছে কিনা সেটা ভাবছি না। বিপিএলে তার ম্যাচ জয়ী সেঞ্চুরি দেখেছি। আমরা জানি সে নিজেই ট্র্যাকে ফিরে আসবে।’
রানে ফিরতে মরিয়া তামিম। তাই তাকে নিয়ে কোন চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ম্যাকেঞ্জি, ‘আমার কাছে তাকে ক্ষুধার্ত মনে হয়েছে। সে অনুশীলন করছে নিয়মিত। তামিমকে নিয়ে কোনো চিন্তা নেই। বাংলাদেশে যে পরিমাণ সংবাদ মাধ্যমের চাপ এটাও কারণ হতে পারে। সে চাপে থাকছে এজন্যই। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এতো চাপ দিলে কঠিন হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট খুবই কঠিন। এমন না যে সে চেষ্টা করছে না। সে তার কাজ করছে।’
Discussion about this post