লকডাউন নয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ অবস্থায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন চালিয়ে যাবে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’।
গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নিজেই স্বাস্থ্য বিধি মেনে গেমস আয়োজনের নির্দেশ দেন। এ অবস্থায় করোনা ভাইরাসের এ মহামারির সময় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ৩১টি ডিসিপ্লিনের সবগুলোতেই মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।
দেশে গত দশ দিন ধরেই করোনা ভাইরাসের সংক্রমন বাড়তে থাকায় আগে থেকেই নানা পদক্ষেপ নেন আয়োজকরা। কোভিড-১৯ কিভাবে প্রতিরোধ করা হবে তা গেমস শুরুর আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেন। কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেমসের ভেন্যুতে প্রবেশ করেছেন সবাই।
সোমবার থেকে লকডাউন না হলেও কঠোর নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছে সরকার। এ অবস্থায় অলিম্পিক এসোসিয়েশন জানাচ্ছে, ‘যে ইভেন্টস আছে ঠিকভাবে স্বাস্থ্য বিধি মেনে রেখে গেমস শেষ করব ইনশাআল্লাহ। আশাবাদী গেমস সফলভাবে শেষ করার ব্যাপারে। সরকার গেমসের ব্যাপারে অবগত।’
১০ এপ্রিল গেমসের সমাপনী অনুষ্ঠান। যদিও সমাপনী অনুষ্ঠান নাও হতে পারে। ৯ এপ্রিলের মধ্যে গেমসের ক্রীড়া শেষ করার পরিকল্পনা বিওএর। এর আগেই সব ইভেন্ট শেষ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে এ অবস্থায় গেমস চলা নিয়েও আছে বিস্তর আলোচনা!
 
			 
                                









Discussion about this post