ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে শ্রীলঙ্কা সফর দিয়ে আগামী মাসের শেষ দিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশের। এজন্য নিজেদের প্রস্তুতিও শুরু করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবার ২৪ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে। সেখান থেকেই দুই একদিনের মধ্যেই চূড়ান্ত দল দেওয়ার কথা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির। কিন্তু এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ভ্রমণ ও জৈব নিরাপত্তার বিষয়টি সুরহা করতে পারেনি। তাই এ সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এ ব্যাপারে বিসিবি এখনও আশাবাদী। শনিবার এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
প্রতিনিয়ত লঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন। শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি, ‘আপনারা জানেন যে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে বিস্তারিত তথ্যগুলোগুলো চেয়েছিলাম, সেগুলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেগুলো নিয়ে যোগাযোগ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি দেশেই পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে। শ্রীলংকাতেও বিভিন্ন নিয়ম কানুন জারি হয়েছে। আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। ওভাবেই আমাদের জানাচ্ছে।’
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই পূর্বপ্রস্তুতি নেয়া শুরু করেছে বোর্ড। দেশে অনুশীলনের সূচী থেকে শুরু করে সফরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চলছে। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি তো আর বন্ধ রাখা যাবে না। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো এগুলো আমরা পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।’
এদিকে শুক্রবার ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ বলেছে, শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ বিসিবিকে বলেছে, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ১৪ দিন সম্পূর্ণ কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই ১৪ দিন হোটেল থেকে বের হতে পারবেন না ক্রিকেটাররা। কিন্তু সেখানে পৌঁছে বাংলাদেশ দল যদি আউটডোরে অনুশীলনের সুযোগ না পায় তাহলে দলের জন্য টেস্ট খেলা কঠিন হয়ে পড়বে।
বিসিবিকে এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় বাংলাদেশ দল স্থানীয় কোন দলের সঙ্গে ম্যাচ খেলতে পারবে না। তবে নিজেদের মধ্যে অনুশীলন কিংবা ছোট আকারে ম্যাচ খেলতে পারবে। বিসিবি তাই শ্রীলঙ্কায় গিয়ে হাই পারফরম্যান্স দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ খেলানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেটাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন,
‘এখনও আমরা এই বিষয়ে চিন্তা করিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো। এখন আমরা এই বিষয়ে কথা না বলি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাক পেলে তারপর আমরা এই ব্যাপারে কথা বলি। সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম আমরা তা করতে পারবো।’
সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। তার আগে ঢাকায় এক সপ্তাহের ক্যাম্প করবেন মুমিনুল-মুশফিকরা।
Discussion about this post