ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১০০ দিনের জন্য বাংলাদেশ দলের স্পিন পরামর্শক হয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। সে সুবাদে টাইগারদের সঙ্গে সাবেক এ নিউজিল্যান্ড স্পিনারের কাজ করার কথা ছিল এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু করোনার কারণে এ টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় এ তারকা তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজদের নিয়ে কাজ করবেন আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফর পর্যন্ত। এরপরই তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) চুক্তি শেষ হবে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য লঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও সিরিজটির জন্য কোন সূচি প্রকাশ করেনি। তবে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দুই টেস্টের ভেন্যু ক্যান্ডি আর শেষ টেস্টটি হওয়ার কথা রয়েছে কলম্বোতে। মূলত এরপরই টাইগারদের স্পিন পরামর্শকের দায়িত্ব শেষ হবে ভেট্টোরির।
ভেট্টোরির ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ভেট্টোরির সঙ্গে যে আমাদের ১০০ দিনের চুক্তি ছিল, তা প্রায় শেষ হতে এসেছে। তবে সে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে।’
যে উদ্দেশ্যে ভেট্টোরিকে নিয়োগ দিয়েছিল বিসিবি, তা কতোটুকু পূরণ হয়েছে? উত্তরটা অবশ্য আগামী অক্টোবরের পরই হয়তো পাওয়া যেতে পারে বিসিবি থেকে।
Discussion about this post