ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ক্রিকেটে তার সময়টা ভাল যাচ্ছে না। সাদা পোশাকের ক্রিকেটে তেমন সাবলীলও নন তিনি। টেস্ট ক্রিকেটে এই পেসারের পারফরম্যান্স হতাশাজনক। গত ১১ বছরের ক্যারিয়ারে ২৭ টেস্ট খেলে নিয়েছেন মাত্র ৩৬টি উইকেট। এ বছরের গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে রাওয়ালপিণ্ডি টেস্টে ১১৩ রানে নেন ৩ উইকেট। তারপরই ছিটকে পড়েন জাতীয় দল থেকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে দলে জায়গা পাননি রুবেল হোসেন।
এবার সেই বিরতি কাটিয়ে টেস্ট দলে ফেরার অপেক্ষায় এই পেসার। এই স্বপ্ন নিয়েই নিজ জেলা বাগেরহাট থেকে চলে এসেছেন ঢাকায়। বাড়ির পাশে নদীর পাড়ে চলছে তার ঘাম ঝরানো শেষে ঢাকা চলে এসেছেন এ পেস বোলার। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেই চলছে অনুশীলন।
তিন টেস্টের সিরিজে খেলতে সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে দলের সঙ্গে থাকতে চান রুবেল। রোববার অনুশীলনের ফাঁকে রুবেল হোসেন বলেন, ‘করোনার কারণে ক্রিকেটারদের কিছুই করার ছিল না। যার যার নিজের জেলায় চলে গিয়েছিলাম। নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে আমার ফিটনেস নিয়ে কাজ করছিলাম। রানিংও করেছি। যেহেতু আমার বাসা নদীর পাড়ে। সেখানে বালিতেই রানিং বেশি করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি বাগেরহাটে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একক অনুশীলনের সুযোগ করে দেওয়ায় ঢাকায় চলে এসেছেন রুবেল। ঈদের ছুটি শেষে নাম লেখালেন অনুশীলনে, ‘সত্যি বলতে কী করোনা তো আমাদের হাতে নেই। দেশব্যাপী মহামারী আকার নিয়েছে। তারপরও যতটুকু পারা যায় সচেতন থাকার চেষ্টা করেছি, ক্রিকেট বোর্ড থেকে যেভাবে নির্দেশনা দিয়েছে তেমন করেই ফিটনেস নিয়ে কাজ করার চেষ্টা করেছি।’
এবার টেস্ট দলে জায়গা পেতে লড়ছেন রুবেল। জানালেন, ‘২ থেকে ৩ দিন আগে ঢাকায় এসেছি। গত পরশু থেকে মিরপুরে প্র্যাকটিস শুরু করেছি। মূলত ফিটনেস নিয়ে কাজ করছি। আর বাগেরহাটে যেহেতু বোলিং সেভাবে করতে পারিনি, এখানে বোলিং নিয়ে কাজ করছি। ক্রিকেট বোর্ড থেকে যেভাবে বলা হয়েছে, সবকিছু নিয়ম অনুযায়ী অনুসরণ করছি আমি।’
সেই নিয়ম মেনে লড়াই করে জায়গা পেতে চান টেস্ট দলে। অক্টোবরেই শ্রীলঙ্কার সঙ্গে লড়াই টাইগারদের।
Discussion about this post