ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্ট খেলতে নেমে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি মুমিনুল হক। যে কারণে আক্ষেপটা বেশিই তার। তবে দ্রুতই সেটা কাটিয়ে উঠতে চান এ বাঁহাতি ব্যাটসম্যান। আর সে সুযোগটাই আগামী মাসে পাচ্ছেন তিনি শ্রীলঙ্কা সফরে। এজন্য এখন থেকেই তৈরি হচ্ছেন টাইগার টেস্ট অধিনায়ক।
শ্রীলঙ্কা সফরের জন্য এখনও দলীয় অনুশীলন শুরু করেনি বাংলাদেশ। তবে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
লঙ্কা সফরের প্রস্তুতি নিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে নেমেছেন মুমিনুল। ব্যক্তিগত এই অনুশীলনের প্রথম দিন জিমের পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুতি নিয়েছেন তিনি।
অনুশীলন শেষে মুমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আগামী মাসে শ্রীলঙ্কায় আমাদের টেস্ট সিরিজ রয়েছে, তাই আমি শুধুমাত্র নিজের অনুশীলন শুরু করেছি। আমি শুধুমাত্র এক ফর্মেটে খেলছি। যেহেতু আমার ফিটনেস ও আরও কিছু বিষয়ে শংকা আছে তাই আমাকে আরও সতর্ক হতে হবে মনে করছি।’
ঘরের মাঠে দারুণ খেললেও বিদেশে ঠিক তার উল্টো মুমিনুল। এবার এর পাশাপাশি যুক্ত হয়েছে টেস্ট অধিনায়ক হিসেবে একের পর এক ব্যর্থতা। তাই তো শ্রীলঙ্কা সফরে অধিনায়ক মুমিনুলের শেষ পরীক্ষা হয়ে যেতে পারে, সেই সাথে ব্যাট হাতেও বিদেশের মাটিতে ভালো করার চ্যালেঞ্জ নিতে হবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।
বাংলাদেশকে এখন পর্যন্ত ৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। এরমধ্যে জয় পেয়েছে একটিতে। তাই শ্রীলঙ্কা সফরে চ্যালেঞ্জটা অধিনায়ক মুমিনুলের জন্য একটু বেশিই থাকতে। যা জয় করতে চান তিনি। এজন্য তৈরি হচ্ছেন এ বাঁহাতি।
Discussion about this post