ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছর ২৯ অক্টোবর আইসিসি থেকে পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে সাকিব আল হাসানের। আর তাই শ্রীলঙ্কা সফরেই তাকে দলে দেখতে চাইছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটারকে যথাযথ প্রক্রিয়ায় মধ্যে দিয়েই দলে আসতে হবে জানিয়েছেন তিনি।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু তা করেননি তিনি। কিন্তু জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় গত অক্টোবরে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।
চলতি বছর অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ১৪ অক্টোবর প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার শাস্তি ভোগের পরপরই দলে আসতে পারবে কি না তা নিয়ে ধোঁয়াশায় বিসিবি। বিসিবির শীর্ষ পরিচালক ও কর্মকর্তাদের জানা নেই কোন প্রক্রিয়ায় সাকিবকে দলে ঢোকানো যাবে কিংবা সাকিবকে প্রস্তুত করতে কোন পরিকল্পনায় এগিয়ে যাবে ক্রিকেট পরিচালনা বিভাগ।
তবে ডমিঙ্গো বলেছেন, শতভাগ ফিট, ম্যাচ খেলার জন্য উপযোগী প্রস্তুতি এবং আইসিসির গাইডলাইন মেনে সাকিবকে দলে দেখতে আসতে হবে, ‘সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা এবং অন্যান্যদের ছয়-সাত মাস মাঠের বাইরে থাকা প্রায় একই রকম। আমরা আশা করছি সব খেলোয়াড় ফিট থাকবে। আমাদের দলে খেলার জন্য একটা ফিটনেস স্ট্যান্ডার্ড মেইন্টেইন করতে হয়। এজন্য সাকিবকে সেই প্রস্তুতির মঞ্চ দিতে হবে। কোনো ধরণের প্রস্তুতি ছাড়া দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কঠিন। এজন্য তাকে ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দিতে হবে। সে বিশ্বসেরা ক্রিকেটার। দ্রুতই সে দলে ফিরবে। কিন্তু তার ফিটনেস খুব গুরুত্বপূর্ণ।’
ডমিঙ্গো আরও বলেন, ‘সাকিবকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আমরা নির্বাচকদের সঙ্গে বসব। ২৯ অক্টোবরের আগে তার আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ নেই। এজন্য অনানুষ্ঠানিক ম্যাচ ভরসা। হতে পারে সেটা আন্ত স্কোয়াডের ম্যাচ। কিন্তু নিষেধাজ্ঞার সময়ে সে দলের সঙ্গে থেকে অনুশীলন ও ম্যাচ খেলতে পারবে কিনা তা দেখতে হবে।’
আপাতত যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। কয়েকদিন আগেই জানা গেছে আগামী মাসে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলন করবেন তিনি। সেখানে অবশ্য চোখ রাখবে বিসিবি।
Discussion about this post