দিন কয়েক আগেই তাদের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিকুর রহিম। এই খুশির সময়ে স্ত্রী-সন্তানের পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ছুটি আরও বাড়ল এই উইকেট কিপার ব্যাটারের। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছেন না মুশি। বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক জানিয়েছে তার স্ত্রী সুস্থতার দিকে রয়েছে। এখন তার সন্তান ও পরিবারের সঙ্গে থাকা উচিত। আমরা তার অবস্থা বুঝতে পেরে ছুটি দিয়েছি।’
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ শেষ করেই ঢাকায় ফিরেন মুশফিক। ১১ সেপ্টম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন এই তারকা ক্রিকেটার। তার ফেরার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। পারিবারিক কারণে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।
অবশ্য ভারতের বিপক্ষে কলম্বোর ম্যাচটাতে বাংলাদেশ দলের পাওয়ার কিছু নেই। এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে টাইগাররা। ভারতকে শেষ ম্যাচে হারালেও ফাইনালে ওঠা হবে না তাদের। তবে ছুটি কাটিয়ে ঠিকই দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে লড়াই বাংলাদেশের।
Discussion about this post