আসছে বছর শ্রীলঙ্কায় বসছে টি-টুয়েন্টি ক্রিকেটের আনন্দ পসরা। যেখানে স্বাগতিকদের পাশাপাশি ব্যাট-বলের যুদ্ধে নামবে বাংলাদেশ-ভারত। লঙ্কানদের স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এই সিরিজের শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) । ২০১৮ সালের মার্চের এই সিরিজের জন্য বাংলাদেশ ও ভারতকে আমন্ত্রন জানিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে ৭ ম্যাচের ২০ ওভারের সিরিজ ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। ফাইনালের আগে প্রত্যেক দল প্রত্যেকের দুইবার করে মুখোমুখি হবে।
সিরিজের নাম-নিদাহাস ট্রফি। এসএলসি’র বর্তমান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাই এর আয়োজক। এর আগে ১৯৯৮ সালেও নিদাহাস ট্রফি আয়োজন করেন তিনি। তখন দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছিল। সেই সিরিজে স্বাগতিকদের সঙ্গে যোগ ছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার টি-টুয়েন্টিতে কিউইদের জায়গায় আছে বাংলাদেশ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের প্রধান নির্বাহী রাহুল জোহরি। তিনি বলেন, ‘আমরা আনন্দিত শ্রীলঙ্কার ৭০ বছর উদযাপনের অংশ হতে পেরে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে কাছের বন্ধু আর নেই বিসিসিআইয়ের। সুমাথিপালার কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাজি হয়েছি।’ তবে এনিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো অফিসিয়ালি কিছু জানায় নি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।
Discussion about this post