ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার টেস্ট মিশন বাংলাদেশের। বুধবার শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মঙ্গলবার প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও দেখা যাবে টেস্ট ম্যাচটি। বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী (জি) টিভিতে। অনলাইনেও দেখা যাবে টেস্ট লড়াই। টি স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং র্যাবিটহোলবিডি ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এ সিরিজের দুটি টেস্ট। এছাড়াও টফি অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে খেলা।
বাংলাদেশ-শ্রীলঙাকা টেস্টে ২০ দেখায় ১৬টিতে জয় স্বাগতিক শ্রীলঙ্কার। বাংলাদেশ জিতেছে একটিতে। এবার জয়ের স্বপ্নে বিভোর মুমিনুল হকের দল।
লঙ্কায় অনুষ্ঠেয় সিরিজের জন্য টেলিভিশন ধারাভাষ্যে ৫ সদস্যের ধারাভাষ্য প্যানেলে নেই বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী। দুই ম্যাচে টেলিভিশন ধারাভাষ্যে থাকবেন ৫ জন। যেখানে শ্রীলঙ্কা থেকে রয়েছেন রাসেল আরনল্ড, রোহান আবেসিংহে ও ফারভিজ মাহারুফ। একমাত্র বাংলাদেশি হিসেবে ধারাভাষ্য শামীম আশরাফ। তিনিও নিয়মিত কমেন্ট্রি বক্সে থাকেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেলও রয়েছেন প্যানেলে।
Discussion about this post