ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে কতো কি যে পাল্টে যাচ্ছে। এবার ভিন্ন দৃশ্য দেখা মিলবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরেও। বরাবর যেমনটা দেখা যায় এবার তেমনটা হবে না। দেশ ছাড়ার আগে ঘোষিত হবে না চূড়ান্ত দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০ থেকে২২ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা।
দ্বীপ দেশটিতে পা রেখে টাইগারদের হাই-পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পর টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তেমনটাই জানালেন বৃহস্পতিবার।
সফরে গিয়েই ঘোষিত হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কায় যাচ্ছে জাতীয় ও এইচপি দল। এরপর ২৪ অক্টোবর শুরু লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট। সব মিলিয়ে সফরে প্রায় ২৫ দিনের ক্যাম্প করবেন মুমিনুল হকরা।
মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে বলেন, ‘ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছি। অনেকটা সময় অনুশীলনের সঙ্গে ম্যাচে নেই দল। তারপরও অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কায় যেয়ে বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ আছে। সবকিছু মিলিয়ে ওখানে গিয়েই চূড়ান্ত দল ঘোষণা করব। এবার প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘সেখানে অনুশীলন সেশন খুব গুরুত্বপূর্ণ। পাঁচ মাস সবার জন্যই দীর্ঘ বিরতি গেছে। ২০ থেকে ২২ জনের মতো খেলোয়াড় নিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা দল তৈরি করব। তারপর শ্রীলঙ্কায় গিয়ে ১৫ জন ঠিক করব। ২৪ জনের এইচপি দল ওখানে যাবে।’
শ্রীলঙ্কা সফরের আগে তিনবার করোনা পরীক্ষা দিতে হবে। আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে প্রথমবার নেয়া হবে মুশফিকদের কোভিড টেস্ট। আগামী ১৮ সেপ্টেম্বর খেলোয়াড়দের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। নেগেটিভ ক্রিকেটাররা সরাসরি চলে যাবেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এরপর মিরপুরের হোম অব ক্রিকেটে হবে দলীয় অনুশীলন।
করোনার কারণেই বাড়তি সতর্ক থাকবে বিসিবি!
Discussion about this post