ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে এলোমেলো হয়ে গেছে সবকিছু। যাপিত জীবনের অনেক কিছুই থমকে আছে গত মার্চ থেকে। নেই ঘরের মাঠের খেলাও। বন্ধ ক্রিকেট। ক্রিকেটাররা গৃহবন্ধী। এ কারণেই জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। তার পথ ধরে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে পাঠানো হতে পারে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকে।
করোনা সংক্রমণের পর এখন ঘরোয়া ক্রিকেট কবে শুরু হবে তা পরিস্কার নয়। পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় ভাবনায় শ্রীলঙ্কা সফর। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের আগে এইচপি দলকে দ্বীপ দেশেটিতে পাঠানোর কথা ভাবছে বিসিবি। সেক্ষেত্রে দল যেতে পারে আগামী সেপ্টেম্বরে।
দুই দেশের দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। পরিস্থিতির উন্নতি হলে এইচপি দল যাবে হাম্বানতোতা। সেখানে নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হবে তাদের। এরপরই মাঠের লড়াই।
সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে বলেন, ‘দেখুন, এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই এনিয়ে সিদ্ধান্ত আসবে।’
এখানেই শেষ নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও কথা বলছে দুই বোর্ড। সামনে অক্টোবর-নভেম্বরে সূচি মিলে যেতে পারে। তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যেতে পারে টাইগাররা।
Discussion about this post