ইংল্যান্ড সফরে অন্যরকম এক অভিজ্ঞতা হল শ্রীলঙ্কান ক্রিকেট দলের। স্বাগতিক দলের বোলার ক্রিস জর্ডানের বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে তারা মাত্র ৬৭ রানে অলআউট হল। এরপর সেই মামুলি সংগ্রহ কোন উইকেট না হারিয়ে তুলে নিয়েছে ইংল্যান্ড। ১২.১ ওভারের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ওয়ানডেতে এনিয়ে তৃতীয়বার ১০ উইকেটে হারল শ্রীলঙ্কা।
এই জয়ের পর ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ২৪ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। যা কীনা ওয়ানডেতে তাদের তৃতীয় সর্বনিম্ন রান। ২০১২ সালে পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বনিম্ন রান ৪৩ করেছিল লঙ্কানরা।
বুধবার ২৯ রানে ৫ উইকেট নেন জর্ডান।
লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি হবে শনিবার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২৪ ওভারে ৬৭/১০ (সাঙ্গাকারা ১৩, জয়াবর্ধনে ১২, ম্যাথিউস ১১; জর্ডান ৫/২৯, ট্রেডওয়েল ২/২, অ্যান্ডারসন ২/১০)
ইংল্যান্ড: ১২.১ ওভারে ৭৩/০ (কুক ৩০*, বেল ৪১*)
ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্রিস জর্ডান
Discussion about this post