ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের বাংলাদেশ দলে শুভাগত হোম চৌধুরি। প্রায় ৫ বছর পর জাতীয় দলে তিনি। বলা হচ্ছে সাকিব আল হাসানের জায়গায় দলে জায়গা পেলেন। ২১ সদস্যের দলে আরও আছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ও তিন পেসার মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
এরমধ্যে মুকিদুল ও শহিদুল প্রথমবার সুযোগ পেলেন জাতীয় দলে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার। আইপিএলের জন্য ছুটি পাওয়ায় সাকিব আল হাসান সংগতভাবেই নেই দলে। সব ঠিক থাকলে এই দল নিয়েই সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে টাইগারদের চূড়ান্ত টেস্ট স্কোয়াড।
দলে নতুনদের সুযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তারা (শরিফুল, মুকিদুল ও শহীদুল) আমাদের এইচপির খেলোয়াড় এবং যেখানেই খেলেছে ভালো করেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে মুকিদুল ও শহীদুল বিশেষ নজর কেড়েছে। তারাই আমাদের টেস্টের ভবিষ্যৎ। বয়সও তাদের পক্ষেই আছে।’
২০১৬ সালের অক্টোবরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শুভাগত হোমও আছেন দলে। তাকে নিয়ে নান্নু বলেন, ‘একটা লম্বা সময় পর ফিরল শুভাগত। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সে নিয়মিত পারফরমার। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। তবে তার স্পিন আমাদের বাড়তি একটা অপশনও দেবে।’
চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। নিউজিল্যান্ড থেকে চোট নিয়ে ফিরেছেন এই তরুণ ক্রিকেটার।
২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈ, হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।
Discussion about this post