মনে হচ্ছিল টেস্ট সিরিজের পুনরাবৃত্তিই বুঝি হচ্ছে ওয়ানডেতেও। ২২.৩ ওভারে ১০৬ রান তুলতেই শেষ ৫ উইকেট। এরপর ২৭৫ রান টপকে যাওয়ার স্বপ্ন কি দেখা যায়? তবে হাল ছাড়লেন না শোয়েব মাকসুদ এবং ফাওয়াদ আলম। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে এলো দারুণ এক জয়।
শনিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে তারা ৪ উইকেটে হারাল।
শনিবার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে নামে লঙ্কানরা। শুরুটা অবশ্য ভাল হয়নি তাদের। তবে মাহেলা জয়াবর্ধনে এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দলকে বড় স্কোর এনে দেন। দুজন ১২১ বলে ১১৬ রানের জুটি গড়েন। মাহেলা ৬৬ বলে করেন ৬৩ রান। ম্যাথুসের ব্যাট থেকে আসে ৮৫ বলে ৮৯ রান।
৫০ রানে তিন উইকেট নেন ওয়াহাব রিয়াজ।
এরপরের গল্পে শুধুই ফাওয়াদ ও মাকসুদ। দু’জন গড়েন ১৪৭ রানের জুটি। যা কীনা হাম্বানটোটায় যেটি ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। তাদের ব্যাটিংয়েই বৃষ্টির কারনে নির্ধারিত ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে মাত্র এক বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান।
৬১ বলে ৬২ রান করেন ফাওয়াদ। মাকসুদ ৭৩ বলে করেন ম্যাচ জেতানো অপরাজিত ৮৯। ম্যাচসেরা তিনিই।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২৬ আগষ্ট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৪৫ ওভারে ২৭৫/৭ (থারাঙ্গা ১৮, সাঙ্গাকারা ২৫, জয়াবর্ধনে ৬৩, ম্যাথুস ৮৯, প্রিয়াঞ্জন ৩৯*; রিয়াজ ৩/৫০, ইরফান ২/৪৮)
পাকিস্তান: ৪৪.৫ ওভারে ২৭৭/৬ (শেহজাদ ৪৯, হাফিজ ২১, ফাওয়াদ ৬২, মাকসুদ ৮৯*, আফ্রিদি ১৪*; পেরেরা ২/৪৩, ম্যাথিউস ২/৪৮)
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী
মাচসেরা: শোয়েব মাকসুদ
Discussion about this post