সেই শ্রীলঙ্কার আর নেই! কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে চলে গেছেন সাবেকদের তালিকায়। এমন কী নেই বাংলাদেশের বড় আতঙ্ক মুত্তিয়া মুরালিধরন। তিলকারত্নে দিলশানদের মুখোমুখি হতে হচ্ছে না টাইগারদের। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও ছিটকে গেছেন। ঠিক এমনই এক শ্রীলঙ্কার মুখোমুখি মঙ্গলবার বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট। নতুন বাংলাদেশের সামনে লঙ্কানরা। সিরিজের নাম, ‘জয় বাংলা কাপ।
বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় মাঠে গড়াবে বল। সরাসরি খেলা দেখা যাবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেটে।
ম্যাচে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন মুশফিকুর রহীম। উইকেট কিপিংয়ের বাড়তি চাপ থেকে দুরে রাখা হচ্ছে অধিনায়ককে। তবে ইমরুল কায়েস না থাকায় যথারীতি বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে তামিম ইকবাল -সৌম্য সরকারকে। তারপরই যথারীতি মুমিনুল হক।
তবে কিপিংয়ের ভারমুক্ত মুশফিক চারে ব্যাট করতে নামতে পারেন। নিজেকে আরো মেলে ধরতে তৈরি তিনি। সাকিব আল হাসান এরপরই। এক্ষেত্রে ছয়ে নেমে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটকিপার লিটন দাস ৭ নম্বরে।
তারপর মেহেদী মিরাজকে দেখা যাবে। আছেন তাইজুল, তাসকিন আর মুস্তাফিজ। বাংলাদেশের একাদশ মোটামুটি চূড়ান্ত!
মুস্তাফিজ টেস্টে ফেরায় খুশি মুশফিক। বললেন, ‘ওর ফেরাটা বড় অ্যাডভানটেজ। আমাদের যে মানের স্পিনার আছে তার সঙ্গে মুস্তাফিজ ফিট হয়ে যোগ দিল।’
সিরিজের ২য় টেস্ট শুরু ১৫ মার্চ।
গল টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post