হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু হল না। দক্ষিণ আফ্রিকার রান পাহাড়েই চাপা পড়ল দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও প্রোটিয়াদের কাছে হেরে গেল সফরকারীরা। শুক্রবার রাতে ৮৮ রানের রানে জিতল স্বাগতিকরা। আর এরই পথ ধরে লঙ্কানদের ৫-০ ব্যবধানের হোয়াইটওয়াশের লজ্জা দিল তারা। একইসঙ্গে উঠে গেল ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানে তুলে লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে এটি দক্ষিণ আফ্রিকার টানা ১৪তম জয়।
এমন সাফল্যের পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আসলো দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে আপাতত দক্ষিণ আফ্রিকা শীর্ষে এবং এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮৪/৬ (ডি কক ১০৯, আমলা ১৫৪, দু প্লেসি ৪১, ডি ভিলিয়ার্স ১৪, দুমিনি ১০, বেহারডিন ৩২, মরিস ৩*, পার্নেল ১*; লাকমল ৩/৭১, মদুশঙ্কা ২/৭০, ভান্ডারসে ১/৬১, গুনারত্নে ০/৪৬)
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৬/৮ (ডিকভেলা ৩৯, থারাঙ্গা ৭, মেন্ডিস ১, বিরাক্কডি ১০, ডি সিলভা ১১, গুনারত্নে ১১৪*, পাথিরানা ৫৬, মদুশঙ্কা ৭, ভান্ডারসে ৭, লাকমল ২০*; রাবাদা ০/৫৫, মরিস ৪/৩১, পার্নেল ২/৫১, তাহির ১/৫৭)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮৮ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৫-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: হাশিম আমলা
সিরিজসেরা: ফাফ ডু প্লেসিস
Discussion about this post