টেস্টের নিয়ন্ত্রনটা শুরু থেকেই ছিল শ্রীলঙ্কার হাতে। এরপর আর সেটা হাতছাড়া হয়নি। সোমবার যেন শুধুই আনুষ্ঠানিকতাটুকু সারল ভারত। যা ধারনা করা হয়েছিল ঠিক তাই, ইনিংস ব্যবধানেই স্বাগতিকদের হারাল ভারত।এরমধ্য দিয়েই বিরাট কোহলির দল লিখে ফেলল নতুন এক ইতিহাস। তারা জিতল ভারতের জয় ইনিংস ও ১৭১ রানে। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার তৃপ্তি পেল ভারত।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এবার অলআউট মাত্র ১৮১ রানে। তৃতীয় দিনেই শেষ পাল্লেকেলে টেস্ট।এর আগে সিরিজের প্রথম টেস্টে ভারত জিতে ৩০৪ রানে। পরের টেস্টে ইনিংস ও ৫৩ রানের অনায়াস জয়। এসব মিলিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল তারা।
এনিয়ে শ্রীলঙ্কা দেশের মাটিতে ৩ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মাত্র দুইবার। আগেরবার ২০০৪ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। ইনিংস হার এড়াতে ৩৩৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। হাতে ৯ উইকেট। কিন্তু মোহাম্মদ শামি (শামি ৩/৩২) ও রবিচন্দ্রন অশ্বিনের (অশ্বিন ৪/৬৮) বোলিংয়ের সামনে দাঁড়াতে পারল না তারা।
সংক্ষিপ্ত স্কোর–
ভারত ১ম ইনিংস: ১২২.৩ ওভারে ৪৮৭/১০।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৭.৪ ওভারে ১৩৫/১০ ও শ্রীলঙ্কা ২য় ইনিংস: (ফলো অনের পর) ৭৪.৩ ওভারে ১৮১ (আগের দিন ১৯/১); (করুনারত্নে ১৬, থারাঙ্গা ৭, পুস্পকুমারা ১, মেন্ডিস ১২, চান্দিমাল ৩৬, ম্যাথিউস ৩৫, ডিকভেলা ৪১, পেরেরা ৮, সান্দাকান ৮, ফার্নান্দো ৪*, কুমারা ১০; শামি ৩/৩২, অশ্বিন ৪/৬৮, উমেশ ২/২১, কুলদিপ ১/৫৬, পান্ডিয়া ০/২)।
ফল: ভারত ইনিংস ও ১৭১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ভারত ৩-০তে জয়ী
ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া
সিরিজসেরা: শিখর ধাওয়ান
Discussion about this post