কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলে নিদহাস ট্রফি থেকে বিদায়। এমন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কাকে। শুক্রবারের এই ম্যাচের আগে স্বস্তিতেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিশ্বাস ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে চাপে থাকবে স্বাগতিকরাই।
এরইমধ্যে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তিন ম্যাচে একটি জয়ে সমান দুই পয়েন্ট শ্রীলঙ্কা ও বাংলাদেশের। শুক্রবার এই দুই দলের লড়াইয়ে জয়ী দল উঠবে ফাইনালে।
এ অবস্থায় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছিলেন, ‘চাপের কথা বললে হয়ত সেটা শ্রীলঙ্কাই অনুভব করবে। তাদের ঘরের মাঠ, তাদের দর্শক। সংগ হিসেবে প্রত্যাশা বেশি। আবার দর্শকের সমর্থন একটা শক্তিও। আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে আমাদের।’
এই ম্যাচে বাংলাদেশ পেতে পারে সাকিব আল হাসানকে। হঠাৎ করেই ডাক পেলেন ইনজুরি থেকে সেরে উঠা এই অলরাউন্ডার। সেক্ষেত্রে দলের শক্তিটা তো বাড়বেই।
Discussion about this post