ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত দুই মাস ধরেই ভুগছিলেন শ্বাসকষ্টে! কিছুতেই সাইনোসাইটিসের সমস্যা থেকে মুক্তি মিলছিল না! নাক বন্ধের এই সমস্যা থেকে মুক্তি পেতেই এবার অস্ত্রোপচার করালেন আমিনুল ইসলাম বিপ্লব। নাকে পলিপাস অপারেশন করিয়েছেন বাংলাদেশ দলের এই লেগ স্পিনার।
ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে নিজের একটি ছবি পোস্ট করে বিপ্লব জানালেন একদিন আগেই সফলভাবে সার্জারি শেষ হয়েছে। সবার কাছে দোয়াও চাইলেন!
ঢাকার অ্যাপোলো হাসপাতালে হয়েছে বিপ্লবের অস্ত্রোপচার। করোনা ধাক্কা সামলে বিসিবির অধীনে মিরপুরে একক অনুশীলন শুরুর কয়েক দিনের মধ্যেই তিনি ভর্তি হলেন হাসপাতালে। তাকে সপ্তাহখানেক থাকতে হতে পারে হাসপাতালে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিপ্লব লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার পলিপাসের সার্জারি সফলভাবে শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো আছি। দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চাই।’
এরইমধ্যে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বিপ্লব। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের ২০১৯ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক। এরপর ৭ টি-টুয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট।
Discussion about this post