বয়স ৪১। কিন্তু ক্রিকেট মাঠে যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে সেটা আঁচ করার উপায় নেই। ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে গোটা বিশ্বে দাপট দেখাচ্ছেন শোয়েব মালিক। পাকিস্তানি তারকা এবারের রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। অবশ্য এবারের বিপিএল শেষের আগেই দেশে ফিরবেন পিএসএল খেলতে। অবশ্য তার আগেই অন্য এক মাইলফলকে পা রাখলেন শোয়েব।
শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের ৫০০তম টি-টুয়েন্টি। ২০০৫ সালের এপ্রিলে লাহোরে পথচলা শুরু। এবার সেই পথ ধরে ৫০০ ম্যাচের ক্লাবে এই পাকিস্তানি।
টি-টুয়েন্টি ফরম্যাটে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার শোয়েব। স্বীকৃত টি-টুয়েন্টিতে তার চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড (৬১৪) আর ডোয়াইন ব্রাভো (৫৫৬)।
এই ম্যাচের আগে টি-টুয়েন্টি ক্রিকেটে ১২২৮০ রান তুলেছেন মালিক। তার ওপরে আছেন ক্রিস গেইল, ১৪৫৬২ রান। ৭৫টি ফিফটি করলেও সেঞ্চুরি তুলতে পারেন নি মালিক।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে পাকিস্তানের হয়ে ১২৪ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২৪৩৫ রান। তুলেছেন ২৮ উইকেট। জাতীয় দলের হয়ে তার চেয়ে বেশি টি-টুয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ভারতের রোহিত শর্মার (১৪৮)।
সেই ২০০৫ সালে পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি কাপ দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয় শোয়েবের। লাহোর ঈগলসের বিপক্ষে ওই ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের অধিনায়ক ছিলেন। ব্যাটিংয়ে ৩৬ বলে ৩৯ এরপর বোলিংয়ে ৪ ওভারে ২০ রানে ২ উইকেট। সেই মালিক বয়সকে হার মানিয়ে দাপটে লড়ে যাচ্ছেন।
Discussion about this post