দেশ যখন শোকস্তব্ধ, তখন ক্রিকেট মাঠে বাংলাদেশের মিশন সিরিজ জয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে ম্যাচটি কেবল খেলাধুলার লড়াই নয়-এটি দেশের এক শোকঘন মুহূর্তের অংশও!
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে নামে দুই দল। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে খেলায় অংশ নেন, ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং বিসিবির উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় স্টেডিয়ামজুড়ে। গান-বাজনাহীন এক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ।
এই আবেগঘন প্রেক্ষাপটে আজ টস ভাগ্যে হারলেন লিটন কুমার দাস। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা টস জিতে বেছে নেন প্রথমে ফিল্ডিং। বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম ও পেসার তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
প্রথম ম্যাচে মুস্তাফিজ-তাসকিনদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১০ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমনের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম।
পাকিস্তান দল একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
Discussion about this post