ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি। বয়সটাও তো কম হয়নি। ৩৮ পেরিয়েছেন। কিন্তু ম্যাজিক এখনো কমেনি শোয়েব মালিকের। দাপটেই খেলে যাচ্ছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তার পথ ধরেই এবার অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। টি-টুয়েন্টিতে প্রথম এশিয়ান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখলেন শোয়েব।
সব মিলিয়ে ৩৯৫ ম্যাচে ১০০২৭ রান। যদিও নেই একটিও সেঞ্চুরি। ফিফটি আছে ৬২টি। শোয়েবের আগে টি-টুয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রান তুলেছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।
পাকিস্তানি এই ক্রিকেটার এখন নিজ দেশে ন্যাশনাল কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত। সেখানে খাইবার পাখতুনের হয়ে খেলে যাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচে এসে তুলে নেন ফিফটি। রোববার বেলুচিস্তানের বিপক্ষে করেন ৭৪ রান। এ ইনিংস খেলার পথেই দশ হাজারি ক্লাবে পা রাখেন। ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে এই অর্জন তার।
এই সাফল্য মা-বাবাকে উৎসর্গ করলেন শোয়েব মালিক। যেমনটা জানাচ্ছিলেন, ‘পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানাচ্ছি আমি। কারণ আমিই প্রথম এশিয়ান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছি। আশা করছি এভাবেই খেলা চালিয়ে নিতে পারব। এই মাইলফলকটি আমি আমার বাবা-মাকে উৎসর্গ করছি। ওরা সব সময় আমার জন্য দোয়া করেছেন। আজ বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন।’
এমন সাফল্যে উচ্ছ্বসিত তার স্ত্রী সানিয়া মির্জা। ভারতীয় এই টেনিস তারকা বলছিলেন যেভাবে মিলেছে এই সাফল্য। সানিয়া বলেন, ‘এই সাফল্যের পেছনে আছে ধৈর্য, কঠোর পরিশ্রম, ত্যাগ ও বিশ্বাস। তোমাকে নিয়ে গর্বিত।’
Discussion about this post