ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে চলতি বিশ্বকাপে দুই ম্যাচ পরই দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ শেহজাদ। কিন্তু এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দাবী করেন, অনেকটা জোর করেই তাকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য এ ডানহাতির অভিযোগকে সত্য নয় বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চিফ এক্সিকিউটিভ আসাদুল্লাহ খান।
শেহজাদের অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছেন আসাদুল্লাহ, ‘এটা বলা অবশ্যই ভুল হবে যে তাকে জোর করে বাদ দেওয়া হয়েছে। আমরা আইসিসিকে ইতিমধ্যেই একটি মেডিক্যাল রিপোর্ট দিয়েছি, যেখানে বলা আছে সে ফিট নয়। এরপরেই আইসিসি তার বদলে অন্য ক্রিকেটার দলে নিতে আমাদের অনুমতি দিয়েছে।’
আফগানিস্তান দলের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম শেহজাদ। তার মতো একজনকে ছাড়া খেলা সত্যিই দলটির জন্য কঠিন বলে মনে করেন আসাদুল্লাহ, ‘সে আমাদের প্রধান ব্যাটসম্যান। যে ব্যাট হাতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। তার মতো আমাদের একজন সেরা ক্রিকেটারকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল।’
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই চোটে পড়েছিলেন শেহজাদ। তারপরও বৈশ্বিক এ টুর্নামেন্টে ব্যাট হাতে দুই ম্যাচে ২২ গজে নেমেছিলেন এ ডানহাতি। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ০ এবং ৭ রান করেছিলেন তিনি।
Discussion about this post