তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই ধবল ধোলাইয়ের তৃপ্তি পেতো বাংলাদেশ। কিন্তু ২২৭ রান নিয়ে লড়াই করা হয়ে উঠেনি। সিরিজ জয়ের আনন্দে মাতলেও বাংলাদেশ ‘এ’ দল হারল আজ শেষ ওয়ানডেতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৬ উইকেটে হেরে গেছে টাইগাররা। তবে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে তারা। মাত্র ১৬ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার-নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এরপর সাইফ হাসান কিছুটা সময় কাটিয়ে ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। আফিফ, সোহান ও মোসাদ্দেক ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় দ্রুত উইকেট হারায় দল।
ঠিক তখনই দায়িত্বশীল ব্যাটিং করেন ইয়াসির আলী চৌধুরী। ৬৩ রানের ইনিংস খেলে দলকে টেনে তোলার চেষ্টা করেন তিনি। শেষদিকে লড়াকু ইনিংস উপহার দেন নাসুম আহমেদ। ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬৭ রানে থামেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের জুটিতে স্কোর ২২৭ রানে পৌঁছায়। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আদিত্য আশোক, যিনি ৩টি উইকেট নেন।
এরপর জবাবে ব্যাট করতে নেমে সফরকারী কিউইরা পায় ভালো সূচনা। ৭৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর কিছু সময়ের মধ্যে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। কিন্তু শেষদিকে ডিন ফক্সক্রফট (৩৬*) এবং জ্যাক ফউকস (২৮*) ম্যাচের হাল ধরেন। ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’: ৪৭.৩ ওভারে ২২৭/১০ (ইয়াসির আলী ৬৩, নাসুম আহমেদ ৬৭; আদিত্য আশোক ৩/৪৪, ফক্সক্রফট ২/৩৪)
নিউজিল্যান্ড ‘এ’: ৪৮.২ ওভারে, ২২৯/৬ (ফক্সক্রফট ৩৬, ফিলিপস ৩৪, জ্যাক ফউকস ২৮; নাসুম ২/৩৬, মোসাদ্দেক ২/৪৭)
ফল: নিউজিল্যান্ড ‘এ’ ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ‘এ’ দল ২-১ ব্যবধানে জয়ী।
Discussion about this post