সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচেও জায়গা হয়নি সৌম্য সরকারের। তিন ম্যাচের সিরিজে ১৬ সদস্যের স্কোয়াড থেকে সবাইকে অন্তত একবার করে খেলানো হলেও সৌম্য রয়ে গেছেন দর্শক হয়ে। কারণ একটাই-পুরোনো পিঠের চোট নতুন করে ফিরে এসেছে, এবং সেটাই তাকে থামিয়ে দিয়েছে।
সিরিজের তৃতীয় ম্যাচের আগে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌম্যর ডান পাশে পিঠের ব্যথা রয়েছে, যা গত এক সপ্তাহ ধরে তীব্র আকারে ভুগাচ্ছে তাকে। যদিও পুনর্বাসন প্রক্রিয়া ও চিকিৎসা চলমান, তবুও এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন তিনি।
দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘সৌম্য সরকার ব্যাকপেইনে ভুগছেন, যা বর্তমানে ডান পাশে সরে গেছে। গত সপ্তাহে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত হয়েছে যে, তিনি এই সিরিজের তৃতীয় ম্যাচের জন্য ফিট নন। মাঠে ফিরতে হলে তাকে আরও কিছুটা সময় নিতে হবে।’
আজ শারজাহতে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এটি সিরিজ নির্ধারণী ম্যাচ, কারণ আগের দুটি ম্যাচ শেষে দুই দলই রয়েছে ১–১ সমতায়। বাংলাদেশের নেতৃত্বে আছেন লিটন দাস। আজকের ম্যাচে শান্ত, নাহিদ রানা ও তানভীর ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
Discussion about this post