বয়সটা ৪০ ছাড়িয়েছে গত অক্টোবরে। সেরা সময়টা পেছনেই ফেলে এসেছেন তিনি। তাইতো ক্রিকেটকে গুডবাই বলেই ফেললেন সাঈদ আজমল। বুধবার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন এই পাকিস্তানি অফস্পিনার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর কখনোই দেখা যাবে না তাকে।
ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে ফয়সালাবাদের হয়ে বুধবার লাহোর হোয়াইটসের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন আজমল। বিদায়ী ম্যাচে আজমলের দল হারে ১০ রানে। ২০১৫ সালের ২৪ এপ্রিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশের। টাইগারদের কাছে পাকিস্তানের ৭ উইকেটে হারা সেই ম্যাচে ৩.২ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন আজমল। তারপর আর পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি এ ডানহাতি স্পিনারের।
এর আগেই ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন আজমল। অ্যাকশন শুধরে ফিরলেও সেই পুরনো ছন্দে দেখা যায়নি তাকে। ২০০৮ সালে ৩১ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ উইকেট নিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ জেতান। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪৭ উইকেট নিয়েছেন আজমল।
Discussion about this post