শুরুর সঙ্গে শেষের এতো অমিল! সকালে দুঃস্বপ্নের পথচলা শুরু হয়েছিল বাংলাদেশ দলের। টস জিতে ব্যাট করতে নেমে ১০ রান তুলতেই ১ম ইনিংসে শেষ ৩ উইকেট। সেই অবস্থা থেকে দলকে টেনে তুললেন দু’জন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের ব্যাটে চড়ে দল অলআউট ২৬০ রান। তারপর শেষ বিকেলে বল হাতে রোমাঞ্চ ছড়ালেন সাকিব-মিরাজ। এরই পথ ধরে ৯ ওভার ব্যাট করে মাত্র ১৮ রান নিয়ে অস্ট্রেলিয়া হারাল ৩ উইকেট।
ক্যারিয়ারের ৫০তম টেস্ট তামিম ইকবাল ও সাকিব দুজনের ব্যাটই কথা বলল। দেশের পক্ষে হাফসেঞ্চুরি টেস্টে প্রথমবারের মতো হাফসেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করলেন সাকিব। চতুর্থ উইকেট জুটিতে দু’জন করেন ১৫৫ রান। মজার ব্যাপার হল অতিরিক্তসহ বাকি সবাই মিলে মাত্র ১০৫ রান তুললেন!
দেখেশুনে খেলার দিকেই মনোযোগ ছিল তামিমের। তিনি ১৪৪ বল খেলে করলেন ৭১ রান। সতীর্থকে হারিয়ে অনেকটাই দেখেশুনে খেলছিলেন সাকিব। তারপরও লাভ হয়নি। তিনি লাথান লায়নের শিকার। ১১ চারে ১৩৩ বলে ৮৪ রান তুলে তিনিও ধরেন সাজঘরের পথ। একটুর জন্য শতরানের দেখা মিলল না। তবে এই ইনিংস খেলার পথে টেস্টে দ্রুততম সময়ে সাড়ে তিনহাজার রান ও দেড়শ উইকেটের রেকর্ডটা নিজের করে নেন সাকিব। এর আগে এই রেকর্ড ছিল ক্যারিবিয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের।
এরপর শেষ বিকেলে ১ম ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। তারাও আছে চাপে। মাত্র ১৮ রানে টাইগাররা তুলে নিল ৩ উইকেট। এবার সোমবার সকালটা ভাল হলেই মিরপুর টেস্টের নিয়ন্ত্রন নেবে বাংলাদেশ। তবে এমন চাপে থেকে ঘুরে দাড়ানোর ইতিহাস অস্ট্রেলিয়ার জন্য নতুন নয়!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)
Discussion about this post