টানা ছয়দিন চলছে রুদ্ধশ্বাস উত্তেজনা! অবশ্য শেষ ৪৮ ঘন্টাতেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এমন একটা দুঃসংবাদ আসছে! শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়ান দল। আনুষ্ঠানিকভাবে সফর স্থগিত করার ঘোষণা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিএ জানিয়ে দেয় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন তারা আসছে না। এজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন ভবিষ্যতে সুযোগমতো তারা সফরে আসবে।
মুলত ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে সিএ। এইতো গত সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল অজি দলের। কিন্তু তাদের গোয়েন্দাদের কাছে খবর যায় সফরে জঙ্গী হামলার আশঙ্কা রয়েছে। এরপর অজি নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে।
সরকারের পক্ষ থেকে জানানো হয় ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে অজি দলকে। যেমনটা রাস্ট্রনায়করা পেয়ে থাকেন। কিন্তু তাতেও বরফ গলল না! আসল না অস্ট্রেলিয়া। এটি নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক দুঃসংবাদ।
Discussion about this post