বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের যাত্রাটা ক্রমেই হয়ে উঠছে নিজের সামর্থ্য প্রমাণের এক ধারাবাহিক গল্প। অভিষেক আসরেই তিনি দেখিয়ে দিচ্ছেন, শুধু প্রতিভা নয়, বড় মঞ্চে ঠান্ডা মাথায় দায়িত্ব নেওয়ার মানসিকতাও তার আছে। লিগ পর্বে হোবার্ট হারিকেন্সের শেষ ম্যাচে ব্রিজবেন হিটের বিপক্ষে সেটিরই আরেকটি স্পষ্ট উদাহরণ রাখলেন এই তরুণ লেগ স্পিনার।
ম্যাচের শুরু থেকেই রিশাদের ওপর আস্থা রেখেছিল দল। পাওয়ার প্লের শেষ ওভারে তাকে আক্রমণে এনে হারিকেন্স জানিয়ে দেয়, চাপের মুহূর্তে তারা এই স্পিনারকেই ভরসা করছে। উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুয়েনির মতো ব্যাটসম্যানদের বিপক্ষে তিনি দেখান নিয়ন্ত্রিত লাইন-লেন্থ, যেখানে কোনো ঝুঁকি না নিয়ে ব্যাটসম্যানদের বাধ্য করেন সিঙ্গলেই সন্তুষ্ট থাকতে।
নবম ওভারে কিছুটা ব্যয়বহুল হলেও সেই ওভার রিশাদকে ছিটকে দিতে পারেনি ম্যাচ থেকে। বরং সেটিই তার চরিত্রটা পরিষ্কার করে দেয়। চার ও ছক্কা খাওয়ার পরও তিনি নিজের পরিকল্পনা বদলাননি। ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সঠিক মুহূর্তের, আর সুযোগ পেয়েই ফিরেছেন আরও পরিণত বোলিং নিয়ে।
চতুর্দশ ওভারে ম্যাট রেনশকে আউট করা ছিল সেই প্রত্যাবর্তনের প্রথম চিহ্ন। এরপর ইনিংসের শেষ ভাগে রিশাদ হয়ে ওঠেন হারিকেন্সের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। শেষের আগের ওভারে মার্নাস লাবুশেনের উইকেট তুলে নেওয়া শুধু একটি সাফল্য নয়, বরং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো মুহূর্ত ছিল।
ডেথ ওভারে স্পিনারদের জন্য সাধারণত ঝুঁকি বেশি থাকে, কিন্তু রিশাদ সেখানে খেলেছেন উল্টো ভূমিকা। বৈচিত্র্য, নিখুঁত গতি আর ব্যাটসম্যানের মানসিকতা পড়ার দক্ষতায় তিনি রান আটকে রেখেছেন। চার ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট নেওয়ার পেছনে লুকিয়ে আছে তার ওই শেষ দুই ওভারের অসাধারণ নিয়ন্ত্রণ, যেখানে তিনি মাত্র ছয় রান দিয়েছেন।
এই ম্যাচে রিশাদের ২৪ বলের মধ্যে ৯টিতে কোনো রান না হওয়া তার বোলিংয়ের ধারাবাহিক চাপের প্রমাণ। একটি ওভারে বাউন্ডারি এলেও পুরো ইনিংসে তিনি ছিলেন দৃঢ় ও আত্মবিশ্বাসী। তার সেই দৃঢ়তাই শেষ পর্যন্ত ব্রিজবেন হিটকে ১৬০ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখে।
বিগ ব্যাশে প্রথমবার খেলতে নেমেই ৯ ইনিংসে ১৩ উইকেট, এই পরিসংখ্যান রিশাদ হোসেনের উত্থানের কেবল একটি দিক। এর বাইরেও তিনি যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ আর ম্যাচ সচেতনতার পরিচয় দিচ্ছেন, তা তাকে হারিকেন্সের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম করে তুলছে।










Discussion about this post