তাদের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিজেদের মাঠে সিলেট সিক্সার্স জিতে প্রথম তিন ম্যাচেই।এরপরই ছন্দপতন! তাইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে খেলা অনেকটাই অনিশ্চিত তাদের। ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে সিলেট। তবে সবার আগে প্লে অফ পর্বের টিকিট পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা।
পয়েন্ট তালিকায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরর সংগ্রহ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট। খুলনার ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চ্যাম্পিয়ন ঢাকা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ রংপুর রাইডার্স।
এ অবস্থায় বিপিএলে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ও খুলনা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখনো আশা জাগিয়ে রেখেছে রাজশাহী কিংস। আর বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি।
তিনটি করে ম্যাচ বাকী। সেখানেই জানা যাবে ঢাকা, রংপুর আর সিলেটের মধ্যে কারা পাচ্ছে বিপিএলের প্লে অফের টিকিট।
বিপিএল ২০১৭ : পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | পরিত্যক্ত | পয়েন্ট | নেট
রানরেট |
---|---|---|---|---|---|---|
কুমিল্লা
ভিক্টোরিয়ানস |
৯ | ৭ | ২ | ০ | ১৪ | ০.৬৮২ |
খুলনা
টাইটানস |
১০ | ৬ | ৩ | ১ | ১৩ | ০.১২০ |
ঢাকা
ডায়নামাইটস |
১০ | ৫ | ৪ | ১ | ১১ | ১.১৯৫ |
রংপুর
রাইডার্স |
৯ | ৫ | ৪ | ০ | ১০ | -০.১৮৯ |
রাজশাহী কিংস |
১০ | ৪ | ৬ | ০ | ৮ | -০.৫৮২ |
সিলেট
সিক্সার্স |
১০ | ৩ | ৬ | ১ | ৭ | -০.৮১৩ |
চিটাগং
ভাইকিংস |
১০ | ২ | ৭ | ১ | ৫ | -০.৪২৫ |
Discussion about this post