লিগ পর্বের সব হিসাব শেষ হয়ে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার প্রবেশ করছে প্লে-অফ পর্বে। ৩০ ম্যাচের লিগ পর্ব শেষে এক দিনের বিরতি দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেষ চারের লড়াই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া প্লে-অফের সূচিতে বড় কোনো পরিবর্তন না এলেও শিরোপা নির্ধারণী ফাইনালের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৭টার বদলে শুরু হবে সন্ধ্যা ৬টায়। পাশাপাশি গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র ফাইনালের জন্যই থাকবে রিজার্ভ ডে। এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের ক্ষেত্রে কোনো অতিরিক্ত দিন রাখা হয়নি।
এর আগে গত ১৫ জানুয়ারি এক দিনের খেলোয়াড় বয়কট বিপিএলের সূচিতে প্রভাব ফেলে। মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন ক্রিকেটারের অংশগ্রহণ না করায় সেদিন রাতেই বিসিবি লিগ ও প্লে-অফ পর্বের সূচি পুনর্বিন্যাস করে।
প্লে-অফের সূচনা হবে আগামীকাল দুপুরে। বেলা ১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। এরপর একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে লিগের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স এবং রানার্সআপ চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দলকে এলিমিনেটর জয়ীর বিপক্ষে পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দলই ২৩ জানুয়ারি ফাইনালে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের প্রতিপক্ষ হবে।
ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে গতকাল লিগ পর্বের পর্দা নামে। ওই ম্যাচে চট্টগ্রাম হেরে গেলেও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করে তারা। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটের ব্যবধানে রংপুর রাইডার্সকে তৃতীয় স্থানে থাকতে হয়েছে।
রাজশাহী ওয়ারিয়র্স ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয়। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে সিলেট টাইটানস। ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্ব থেকেই বাদ পড়ে।
প্লে-অফের সূচি
২০ জানুয়ারি- এলিমিনেটর (রংপুর-সিলেট), বেলা ১টা
২০ জানুয়ারি- ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম), সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি- ২য় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি- ফাইনাল, সন্ধ্যা ৬টা
#সব ম্যাচ মিরপুরে










Discussion about this post