শেষপর্যন্ত ভারডুবিই হল দক্ষিণ আফ্রিকার। অবশ্য রোববার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় সংগ্রহ গড়েছিল তারা। টস জিতে ব্যাট করতে নেমে কুইনটন ডি ককের সেঞ্চুরি এবং রুশোর ৫১ এবং বেহারদিনের ৪১ বলে ৬৩ রানে প্রোটিয়ারা করে ৬ উইকেটে ২৮০। ৫৪ রানে ৩ উইকেট নেন অজি পেসার কামিন্স।
এরপর ৪৭.১ ওভারে ২৭৫ রান তুলে সিডনিতে শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। খেলার মাঝপথে বৃষ্টি নামায় ডাকওয়াথ লুইস ম্যাথডে লক্ষ্য দাড়ায় ২৭৫। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা জিতল ২ উইকেটে। এ জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অজিরা।
তাতেই অজিরা ওয়ানডে সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৮০/৬, ৫০ ওভার (কক ১০৭, বেহারদিন ৬৩, রুশো ৫১; কামিন্স ৩/৫৪)।
অস্ট্রেলিয়া : ২৭৫/৮, ৪৭.১ ওভার (ফিনচ ৭৬, ওয়াটসন ৮২, স্মিথ ৬৭, ওয়ার্নার ২১; পিটারসন ৪/৩২, মর্নে মরকেল ২/৬৯)।
ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : কুইনটন ডি কক।
সিরিজসেরা : স্টিভেন স্মিথ।
Discussion about this post