ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিততে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। সে সময় ক্রিজে ছিলেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তারা আন্দ্রে রাসেলের ৬ বল হাতে তুলতে পারে কেবল ১০ রান। যে কারণে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩ রানে হেরে বসে টাইগাররা। এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল টাইগারদের।
শেষ ওভারে জিততে টাইগারদের দরকার ছিল মাত্র ১৩ রানের। তখন স্ট্রাইক নেন আফিফ হোসেন। আন্দ্রে রাসেলের প্রথম বলে তিনি লেগে ঠেলে দিয়ে নেন দুই রান। পরের বল মিড করেও নেন এক রান। তিন নম্বর বল থেকে মাহমুদউল্লাহ রিয়াদ নেন ২ রান। জয়ের জন্য তাই টাইগারদের শেষ ৩ বলে সমীকরণ দাঁড়ায় ৮ রান। ঠিক সে সময় সীমানায় ক্যাচ দিয়ে বেঁচে যান রিয়াদ। নেন ২ রান। পরের বলে ফের ২ রান। শেষ বলে তাই জয়ের জন্য বাংলাদেশের দরকার পড়ে ৪ রান। কিন্তু সে সমীকরণ মেলাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাইতো ৩ রানে হেরে গেল টাইগাররা।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল হাতে নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪২ রানে আঁটকে দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে লাল-সবুজ প্রতিনিধিরা করতে ১৩৯ রান। যে কারণে ৩ রানের হার মানতে বাধ্য হয় রিয়াদের দল।
জয়ের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন নাঈম শেখ ও সাকিব আল হাসান। যদিও দুজনের কেউই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে পারেননি। সাকিব ১২ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন। এবারও ব্যর্থ হন নাঈম শেখ, ১৯ বলে ১৭ রান করে আউট হন তিনি। ২ উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।
সমালোচনার মুখে রানের দেখা পেয়েছেন লিটন। ওয়ান ডাউনে নেমে লিটন হাল ধরেন একটু দেখেশুনে খেলে। সৌম্য নেমেছিলেন চারে, ১৩ বলে দুটি চারে ১৭ রান করে থামে তার ইনিংস। এরপর লিটন আশা জাগানিয়া ব্যাটিং করলেও দলীয় ৯০ রানে মুশফিকুর রহিম (৭ বলে ৮ রান) ঝুঁকি নিয়ে স্কুপ করতে গিয়ে বোল্ড হলে বিপাকে পড়ে যায় টাইগাররা।
তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দেখছিল জয়ের স্বপ্ন। রিয়াদ এক প্রান্তে পাল্লা দিয়ে রান তুললেও লিটন সাবধানে ব্যাট করছিলেন। চাপের মুখে বেশ কয়েকটি ওয়াইড আদায় করতে ব্যর্থ হন তিনি। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন হোল্ডারের হাতে। এতে থামে ৪৩ বলে গড়া তার ৪৪ রানের ইনিংস।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু এ সমীকরণও মেলাতে পারেনি টাইগাররা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ পায় ৩ রানের জয়। ২টি চার ও ১টি ছক্কা হাঁকানো রিয়াদ ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (গেইল ৪, লুইস ৬, চেইস ৩৯, হেটমায়ার ৯, পোলার্ড ১৪ , রাসেল ০, পুরান ৪০, ব্রাভো ১, হোল্ডার ১৫*; মেহেদি ৪-০-২৭-২, তাসকিন ৪-০-১৭-০, মুস্তাফিজ ৪-০-৪৩-২, শরিফুল ৪-০-২০-২, সাকিব ৪-০-২৬-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (নাঈম ১৭, সাকিব ৯, লিটন ৪৪, সৌম্য ১৭, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ২*; রামপল ৪-০-২৫-১, হোল্ডার ৪-০-২২-১, রাসেল ৪-০-২৯-১, আকিল ৪-০-২৪-১, ব্রাভো ৪-০-৩৬-১ )।
Discussion about this post