অবশেষে এবারের বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন পাকিস্তানের কোন ব্যাটসম্যান। আর তাতেই দল পেয়ে গেল কোয়ার্টার ফাইনালের টিকিট। সরফরাজ আহমেদের শতরানে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে পাকিস্তান।
রোববার ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিলনা ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের। সেই লড়াইয়ে তারা বেশ ভাল করেই জিতল।
ম্যাচে উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরিতে আইরিশরা তুলে ২৩৭ রান।
এরপর জবাব দিতে নেমে আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে ৪৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে পাকিস্তান।
এ অবস্থায় শুক্রবার অ্যাডিলেডে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালে লড়বে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৩৭/১০ (পোর্টারফিল্ড ১০৭, জয়েস ১১, নায়াল ১২, বালবারনি ১৮, উইলসন ২৯, কেভিন ৮, টম্পসন ১২, মুনি ১৩, ডকরেল ১১, কুসাক ১*; ওয়াহাব ৩/৫৪, সোহেল ২/৪৪, রাহাত ২/৪৮, হারিস ১/২০)
পাকিস্তান: ৪৬.১ ওভারে ২৪১/৩ (শেহজাদ ৬৩, সরফরাজ ১০১*, হারিস ৩, মিসবাহ ৩৯, আকমল ২০*; কুসাক ১/৪৩, টম্পসন ১/৫৯)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সরফরাজ আহমেদ
Discussion about this post