ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা ৪ ম্যাচ হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আজ এ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে টিম টাইগার্স। এ ম্যাচ জিতেই দেশে ফিরতে চাইছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, যা বাংলাদেশকে ছিটকে ফেলেছে বিশ্বকাপ থেকে।
নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ, আগের ম্যাচের পর জানিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে বাংলাদেশের হয়ে। বিশ্বকাপের আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টাইগাররা। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে অজি বধের লক্ষ্য অটুট আছে এখনও।
বাংলাদেশ একাদশে আজ একাধিক পরিবর্তন হতে পারে। ফিরতে পেসার মোস্তাফিজুর রহমান। এদিকে ব্যাটিং অর্ডারেও হতে পারে পরিবর্তন।
Discussion about this post