ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে নিজেদের শেষটা জয়ে রাঙাতে চায় টিম টাইগার্স। এ লক্ষ্যেই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তার আগে টস হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা। যে কারণে আগে ব্যাটিংয়ে নেমেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। নাসুম আহমেদের জায়গায় খেলছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, লিটন দাস , সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
Discussion about this post