নিরাপত্তা শঙ্কা দেখিয়েই সেই ২০১৫ সালে বাংলাদেশ সফরটা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এবার যখন রাজী হল তখন সতর্ক হয়েই স্টিভেন স্মিথদের আতিথিয়তা দিতে তৈরি বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। তারই একটা মহড়া বৃহস্পতিবার হয়ে গেল মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ঘড়ির কাটায় তখন সময় ঠিক সকাল ৯টা ১৫ মিনিট বেজে উঠতেই হঠাৎ চোখে পড়লো সাদা রঙের একটি হেলিকপ্টার আসছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দিকে। হেলিকপ্টারটি এসে কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটের পাশে দাঁড়ালো। তখনও হেলিকপ্টারের ইঞ্জিন সচল, পাখার ঝাপটায় যেন ঘাসগুলোও উড়ে যেতে চাইছে। তারপর সেটি থেকে একে একে নামছে সেনাবাহিনীর কমান্ডো দল।
হাতে ভারী অস্ত্র, মুখে কালো কাপড় জড়ানো কমান্ডো বাহিনী হেলিকপ্টার থেকে নেমেই ছড়িয়ে পড়লেন স্টেডিয়ামের চারদিকে। এমনভাবে সবাই ছুটছিলেন যেন কোন শত্রু ধাওয়া করছিলো। পুরো স্টেডিয়াম চত্বর একবার ঘুরে এলেন মাঠের ভেতরে। মুহূর্তে থেমে গেল মাঠে সাদা পোষাকে টাইগারদের অনুশীলন। তারাও সবাই অবাক চোখে তাকিয়ে দেখছিলেন কমান্ডো দলের ছ্টোছুটি। তারপর কমান্ডো দল এসে সশস্ত্র অবস্থান নিল মাঠের ভেতরে। কেউ কেউ দাঁড়িয়ে ভারী অস্ত্রগুলো তাক করে ধরলেন। কোন চিহ্নিত শক্রকে সমুলে উৎপাটন করতে বদ্ধ পরিকর। সেনাবাহিনীর কমান্ডো দলের এমন মহড়া উপস্থিত সকলকেই অবাক করে দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও গ্রাউন্ডসের সবাই বেশ উৎসাহ নিয়েই পুরো মহড়া দেখলো।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে শুক্রবার রাতে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সফরকারী দলটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেই সেনাবাহিনীর কমান্ডো দলের এমন মহড়া বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান মেজর (অব.) হোসেন ইমাম।
সিরিজের একটি টেস্ট ঢাকায়, অন্যটি চট্টগ্রামে। বাংলাদেশ এ সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। যে কোন নাশকতা ও সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও কাজ করবে। গত বছর দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগেও এমন কমান্ডো মহড়া দেখা গিয়েছিল। অ্যালিয়েস্টার কুকের দল পেয়েছিল ভিআইপি নিরাপত্তা।
Discussion about this post