বিকেএসপি তিন নম্বর মাঠে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ১ উইকেটে জিতল শেখ জামাল। প্রথম খেলায় মাত্র ৩৫ রানে অল আউটের ধাক্কা সামলে লড়াকু স্কোর গড়েছিল সিসিএস। তোরা করে ২৪৭ রান। উত্তমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৬। এছাড়া অমিত তালুকদার ৩০, লঙ্কান রুপাসিংহে ৫০, অধিনায়ক নাজমুল মিলন ৩৩ আর নুরুল হাসান ৩৫ রান করে দলকে আড়াইশ’র কাছে পৌঁছে দেন।
জবাবে শুরু ভালো হয়নি শেখ জামালের। ৩০ রানে ফিরে যান দুই টপ অর্ডার ও দিলশান মুনাবিরা ও জহুরুল। অধিনায়ক মুশফিক আর জুনায়েদ (৬৬ বলে ৪২) তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে দেন। তারা জুড়ে দেন ৬১ রান। মুশফিক ৪৪ বলে ৩৬ রান করে ফিরলেও আফগান মোহাম্মদ শেহজাদ একাই লড়ে যান। ষষ্ঠ উইকেটে ইলিয়াস সানিকে নিয়ে চাপের মুখে ৮৪ রানে পার্টনারশিপে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। ইনিংসের মাঝামাঝি বৃষ্টি চলে এলে ডি/এল মেথডে টার্গেট দাঁড়ায় ৪৭ ওভারে ২৩৯। শেষ পর্যন্ত ১ উইকেটট হাতে রেখে এক বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে শেখ জামাল। শেহজাদ ৭৮ বলে ৮৩ রান করে দলকে লক্ষ্যে পৌছে দিতে বড় ভুমিকা রাখেন। তিনিই জয়ের নায়ক!
সংক্ষিপ্ত স্কোর
সিসিএস : ২৪৭/১০, ৫০ ওভার (উত্তম ৫৬, অমিত ৩০, রুপাসিংহে ৫০, মিলন ৩৩, নুরুল হাসান ৩৫; শফিউল ৩/৫০, রাজ্জাক ২/৪৫, মুনাবিরা ২/৩৯)।
শেখ জামাল : ২৪১/৯, ৪৬.৫ ওভার (জহুরুল ১৮, জুনায়েদ ৪২, মুশফিক ৩৬, শেহজাদ ৮৩, ইলিয়াস সানি ২০, তুষার ১৩; বিশ্বনাথ ৩/৩৬, আসিফ ৩/৩৪)।
ফল : বৃষ্টি আইনে শেখ জামাল ১ উইকেটে জয়ী।
Discussion about this post