সময় বদলায়, পারফরম্যান্সের চূড়া থেকে একসময় নামতে হয়। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। একসময় যার ব্যাট থেকে ঝড়ো শট বের হতো, আজ তার নাম জুড়েছে এক লজ্জার রেকর্ডে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হয়ে মাশরাফির পাশে বসলেন মুশফিক! আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় এখন যৌথভাবে দুই নম্বরে তিনি।
আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে তানজিদ হাসানের বিদায়ের পর মাঠে নামেন মুশফিক। কিন্তু মাত্র এক বল খেলেই অক্ষর প্যাটেলের ডেলিভারিতে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এর মধ্য দিয়ে তিনি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ভাগাভাগি করলেন ৩৩ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
বাংলাদেশের শূন্য রানের তালিকা
তামিম ইকবাল – ৩৬ বার
মাশরাফি বিন মুর্তজা – ৩৩ বার
মুশফিকুর রহিম – ৩৩ বার
মোহাম্মদ আশরাফুল – ৩১ বার
সাকিব আল হাসান – ২৭ বার
বিশ্ব ক্রিকেটে শূন্য রানের রেকর্ডধারী কিংবদন্তিরা
শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক কিংবদন্তি ক্রিকেটার আছেন, যারা শূন্য রানে আউট হওয়ার বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শীর্ষে আছেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট
মুত্তিয়া মুরালিধরন – ৫৯ বার
কোর্টনি ওয়ালশ – ৫৪ বার
সানাৎ জয়াসুরিয়া – ৫৩ বার
Discussion about this post