বাংলাদেশ ক্রিকেটের হয়ে পথচলা শুরু হল চন্ডিকা হাতুরাসিংহে’র। মঙ্গলবার শুরুর প্রথম দিন অনুশীলন করান নি বাংলাদেশের নতুন এই কোচ। তবে এদিন বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটাও হয়ে গেল সকাল ১১টায় বোর্ড অফিসে। ২ বছরের জন্য এখন এই শ্রীলঙ্কান বাংলাদেশ জাতীয় দলের কোচ।
পরিচয় পর্বের পরই অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দেখা হয়ে গেল হাতুরাসিংহের। কোচ অধিনায়কের আনুষ্ঠানিক পরিচয় পর্বের দৃশ্যটাও ধারন করলেন ফটো সাংবাদিকরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাতুরাসিংহের বললেন-‘পুরো দলকে এক সুতোয় গাঁথাই হবে আমার আসল লক্ষ্য। সঙ্গে থাকবে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন। দেশে ও দেশের বাইরে সমান তালে সাফল্য চাই আমি।’ হাতুরাসিংহের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বোলিং কোচ হিথ স্ট্রিক।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাল ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু হবে দুপুর ১টায়। বিশ্বকাপ ফুটবলের কথা ভেবেই নাকি শুরুর সময়টা এগিয়ে এনেছে বিসিবি।
বাংলাদেশের বিদেশি কোচরা
কোচ দেশ দায়িত্বকাল
মুদাসসর নজর পাকিস্তান
মহিন্দর অমরনাথ ভারত
গর্ডন গ্রিনিজ উইন্ডিজ ১৯৯৭-’৯৯
এডি বারলো ইংল্যান্ড ১৯৯৯-২০০০
ট্রেভর চ্যাপেল অস্ট্রেলিয়া ২০০১-’০২
মহসিন কামাল পাকিস্তান ২০০২-’০৩
ডেভ হোয়াটমোর অস্ট্রেলিয়া ২০০৩-’০৭
শন উইলিয়ামস অস্ট্রেলিয়া ২০০৭
জেমি সিডন্স অস্ট্রেলিয়া ২০০৭-’১১
স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়া ২০১১-’১২
রিচার্ড পাইবাস ইংল্যান্ড ২০১২
শেন জারগেনসেন অস্ট্রেলিয়া ২০১২-’১৪
চান্দিকা হাতুরাসিংহে শ্রীলঙ্কা ২০১৪
Discussion about this post