ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঞ্চ প্রস্তুত। প্রস্তুত ওভাল। বৃহস্পতিবার ক্রিকেটের জন্মভূমিতে শুরু বিশ্বকাপ ক্রিকেট। ওয়ানডের শ্রেষ্টত্বের লড়াই। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলসাড়ে তিনটায়। খেলাটি সরাসরি দেখা যাবে- গাজী টিভি, মাছরাঙা টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস ওয়ানে।
এবার ভিন্ন ফরম্যাটে হচ্ছে বিশ্বকাপ। সেই ১৯৯২ সালে ফিরে গেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাউন্ড রবিন লিগে হবে লড়াই। যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। জয়ের ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠে যাবে সেমিফাইনালে। সেখানে লড়াই শেষে দুটি দল জায়গা করে নেবে ফাইনালে।
৩০ মে শুরু বিশ্বকাপে আছে দশ দেশ- ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শীলঙ্কা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
২০ বছর পর বিশ্বকাপ ফিরেছে তার আদি ভূমিতে। ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। তখন চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অবশ্য তাদের সঙ্গে ফেভারিটের তালিকায় আছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। প্রায় দেড় মাস চলবে মাঠের লড়াই।
সেমি-ফাইনালে চোখ রেখেই নামবে বাংলাদেশ দল। গত বিশ্বকাপে চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে এসেছিলেন মাশরাফিরা। এবার সেই সাফল্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। দলে মাশরাফির নেতৃত্বে আছেন একঝাক ক্রিকেটার যারা বল দলগুলোর চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছে নিরন্তর।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেটও খেলছে বাংলাদেশ। কিছুদিন আগেই আয়ারল্যান্ড থেকে জিতেছে ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা। সেই সাফল্যের রেশ নিয়ে টাইগাররা আগামী ২ জুন টাইগাররা শুরু করবে মিশন। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ড বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই ফাইনালের মধ্যে শেষ হবে লড়াই। তার আগে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন হচ্ছে কোন দেশ?
Discussion about this post