প্রিমিয়ার লিগের তিন দল এবং একটি ক্লাবকে নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে চার দলের টি-টুয়েন্টি লড়াই। ডাবল লিগের এই টুর্নামেন্ট এখন হবে সিলেটের নতুন স্টেডিয়ামে।
সিলেটের নতুন বিভাগীয় স্টেডিয়ামের উইকেট, মাঠ ও ফ্লাডলাইট এবং ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ডসহ অন্যান্য অবকাঠামোগুলোর পরীক্ষা করে নিতেই এই আয়োজন। ফাইনালের দিন ছাড়া প্রতিদিন দুটি করে ম্যাচ। সময়সূচি এক; প্রথম ম্যাচ দুপুর ১টায়। আর দ্বিতীয় খেলা বিকেল ৫টায়। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর পরের খেলাটি হবে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যে।
চার দলের টুর্নামেন্টে প্রাইজমানি হল-চ্যাম্পিয়ন দল ২০ লাখ। রানার্সআপ ১০ লাখ। টুর্নামেন্ট সেরা পারফরমারের জন্য ১ লাখ টাকা।
ডাবল লিগের এ আসরের ৬০ ভাগ খেলা সিলেটে; ২২-২৩ ডিসেম্বর প্রথম রাউন্ড। ২৫-২৬ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ড। আর ২৮-২৯ ডিসেম্বর শেষ রাউন্ড ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। ৩১ ডিসেম্বর একই ভেন্যুতে ফাইনাল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটাররা কোথায় দাড়িয়ে তা দেখে নেওয়া যাবে এই টুর্নামেন্টে।
যারা খেলবেন-
মোহামেডান (হলুদ দল) : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, মমিনুল হক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, তৈয়েবুর রহমান, ইলিয়াস সানি, দেওয়ান সাব্বির, সাজেদুল ইসলাম, আলাউদ্দিন বাবু, নুরুল হাসান।
প্রাইম ব্যাংক (নীল দল) : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৈকত আলী, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, মেহরাব হোসেন, অলক কাপালি, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজীব, তাপস বৈশ্য, রবিউল ইসলাম, মোহাম্মদ শরীফ।
ইউসিবিএল (সবুজ দল) : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, আবদুল মজিদ, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, রনি তালুকদার, জুবায়ের আহমেদ, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, আল-আমিন হোসেন, মোহাম্মদ শহীদ, দেলোয়ার হোসেন, মুকতার আলী, মোহাম্মদ মিঠুন।
আবাহনী (লাল দল) : মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান শুভ, সৌম্য সরকার, নাফিস ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক, নাজমুল হোসেন মিলন, ফরহাদ রেজা, শুভাশীষ রায়, নাবিল সামাদ, জিয়াউর রহমান, সোহরাওয়ার্দী শুভ ও মেহেদী মারুফ।
Discussion about this post