ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। কেননা, তখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন এই দুই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষে লঙ্কা দ্বীপে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজ স্বাগতিকদের সঙ্গে টাইগাররা ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। এই ফাঁকে শুরু হয়ে যাবে আইপিএল। তাইতো খেলা হবে না শুরুর দিকের কয়েকটি ম্যাচে।
গত বুধবার জানা গেছে আইপিএলের দশ আসরের সূচি। ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। সাকিবের কলকাতা নাইট রাইডার্স নামছে ৭ এপ্রিল। প্রতিপক্ষ গুজরাট লায়ন্স। আর ফাইনাল ২১ মে।
সবকিছু ঠিক থাকলে ৫ এপ্রিল সাকিব ও মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি খেলতে নামবেন। সহ সমীকরণেই আইপিএলে সে সময় খেলা হবে না তাদের। শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই আইপিএলে নিজ নিজ দলের সঙ্গে যোগ দেবেন দু’জন। ৮ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শেষ সফর। তারপর ভারতে যাবেন সাকিব-মুস্তাফিজ।
আগের বারের মতো এবারো কলকাতা নাইট রাইডার্সে থাকছেন সাকিব। অভিষেক আইপিএলে ঝড় তোলা মুস্তাফিজ থাকবেন সানরাইজার্স হায়দরাবাদেই। গতবার দলটিকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তার।
বলা দরকার, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উঠবেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন তালিকায়। আইপিএলের অফিসিয়াল ওয়েব সাইট জানাচ্ছে- তাদের প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। ২০ ফেব্রুয়ারি বেঙালুরুতে নিলাম অনুষ্ঠান।
Discussion about this post