ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম দিনই মাঠে নামছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা শুরুতেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে লড়বে। ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই আসরের ২০২১-২২ মৌসুম। ১২ দলের টুর্নামেন্টে প্রাইম দোলেশ্বর নেই। তারা সরে দাঁড়িয়েছে।
এ অবস্থায় ১১ দল নিয়ে শুরু মাঠের লড়াই। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচটি, বিকেএসপির ৪ নম্বর মাঠে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
৭৩ ম্যাচের লিগের যার প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে। এবার লিগের ম্যাচগুলো হবে- মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ আর ৪ নম্বর মাঠে।
এদিকে ১৯৯১-৯২ মৌসুমের পর এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ হচ্ছে ১১ দল নিয়ে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণ করছে না। তাদের অবনমন নিশ্চিত। পাশাপাশি লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মাত্র একটি দলের অবনবমন হচ্ছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১১টি দল
মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
এক নজরে প্রথম দুই রাউন্ডের সূচি-
প্রথম রাউন্ড
১৫ মার্চ ২০২২
আবাহনী বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
মিরপুর
১৫ মার্চ ২০২২
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব
বিকেএসপি- ৩
১৫ মার্চ ২০২২
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স
বিকেএসপি – ৪
১৬ মার্চ ২০২২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
বিকেএসপি- ৩
১৬ মার্চ ২০২২
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
মিরপুর
দ্বিতীয় রাউন্ড
১৮ মার্চ ২০২২
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
বিকেএসপি – ৪
১৮ মার্চ ২০২২
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম সিটি ক্লাব
মিরপুর
১৮ মার্চ ২০২২
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব
বিকেএসপি- ৩
১৯ মার্চ ২০২২
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
মিরপুর
১৯ মার্চ ২০২২
ব্রাদার্স ইউনিয়ন বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
বিকেএসপি – ৩
Discussion about this post