ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস যাপিত জীবনের অনেক কিছুই পাল্টে দিয়েছে। এখন আর আগের মতো সব কিছু ভাবার সুযোগ নেই। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে যোগ হয়েছে হয়েছে নতুন শব্দ-জৈব সুরক্ষা বলয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সেই সুরক্ষা বলয় গড়া হবে ১০ জানুয়ারি।
তবে তার আগে ৮ জানুয়ারি করোনাভাইরাস নেগেটিভ হয়েই ক্রিকেটাররা যাবেন আইসোলেশনে। উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে লড়াই।
জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে ক্রিকেটারদের। ৭ জানুয়ারি করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ক্যাম্প শুরুর ৪৮ ঘন্টা আগে শুক্রবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয় জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তরুণ অফস্পিনার নাইম হাসান দুই-তিনদিন পর সেই সুরক্ষা বলয়ে ঢুকবেন।
ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা করোনার নমুনা দিয়েছেন। ঢাকায় অবস্থান করা টেস্ট দলের কয়েকজনেরও নমুনা নেওয়া হয়েছে।
নমুনা খেলোয়াড়দের বাসা থেকে নেওয়া হয়েছে। যে ক্রিকেটারদের ঢাকায় বাসা নেই তাদের নমুনা মিরপুর স্টেডিয়াম থেকেই নেওয়া হবে। তারা একাডেমি ভবনে অবস্থান করবেন। এই ভবনটি আইসোলেশন সেন্টার হিসেবে কাজ করবে।
এদিকে ক্যাম্প শুরুর আগেই বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রানিং ও ব্যাট হাতে কিছুক্ষণ ড্রিল করে জিমে ফিটনেসসময় কাটান বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। ঝাঁকড়া চুল ছেঁটে ফেলায় আগের সেই চেনা সাকিবেরই দেখা মিলল। এবার সেই ছন্দে ফিরলেই হয়!
Discussion about this post