ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে শুরুটা ভাল হলে নাকি শেষটাও বর্নীল হয়ে উঠে। এ কারণেই এশিয়া কাপ ক্রিকেটে প্রথম ম্যাচটাতেই জয় চাইছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়ক জানেন শুরুটা বাজে হলে পরে ধাক্কা কাটিয়ে উঠা যায় না। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলতে রোববার রাজধানী ছাড়বে বাংলাদেশ দল। তার আগে মিরপুরে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপ নিয়ে কথা বলেন মাশরাফি।
১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ। গ্রুপপর্বে টাইগারদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান।
ওয়ানডে ফরম্যাটে হবে এবারের আসর। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলছিলেন, ‘অবশ্যই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে আমরা কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব।’
দল নিয়ে আশাবাদী মাশরাফি। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ জয়ে তৃপ্তি তো আছেই। যেমনটা বলছিলেন ম্যাশ, ‘দেখুন, ভাল খেলার সামর্থ্য আছে আমাদের। ম্যাচ উইনারের কমতি নেই আমাদের।‘আগে দুইবার আমরা ফাইনাল খেলেছি এটা তেমন প্রভাব ফেলবে না। এটা নতুন টুর্নামেন্ট, নতুন জায়গা। সবকিছু নতুন করে শুরু করতে হবে। আমার মূল ভাবনার বিষয় আমরা শুরুটা কিভাবে করবো। মিশন শুরু প্রথম ম্যাচ দিয়েই।’
Discussion about this post