সৌম্য সরকার। এক নামেই পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা। ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরায় সৌম্যের জন্ম। দিনপঞ্জি বলছে আজ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ২৮তম জন্মদিন।
তিনি বয়সভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে ওঠে এসেছেন জাতীয় দলে। যদিও জাতীয় দলে যে তার জায়গাটা বেশ পোক্ত তা বলার সুযোগ নেই। কিন্তু লড়ে যাচ্ছেন সৌম্য। তিনি ওপেনিং থেকে শুরু করে সাত নম্বর সব পজিশনেই খেলে যাচ্ছেন। আবার সুযোগ পেলে বল হাতেও মিডিয়াম পেসে চমক দেখানোর চেষ্টা করছেন সৌম্য।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ। ২৭.৭ গড়ে ৮৩১ রান। সর্বোচ্চ রানের ইনিংস ১৪৯। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে ৫৮ ম্যাচে সৌম্য করেছেন ১৭৩৫ রান। গড় ৩৩.৩৬। আছে দুটি সেঞ্চুরি। সর্বোচ্চরোনের ইনিংস অপরাজিত ১২৭। এই ফরম্যাটে বল হাতে নিয়েছেন ১০ উইকেট।
টি-টুয়েন্টিতে ৫০ ম্যাচে সৌম্যর সংগ্রহ ৮৮৫। এ ফরম্যাটে তার ফিফটি দুটি। বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
গেল বছর খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে বিয়ে করেছেন ক্রিকেটার সৌম্য সরকার। পূজার বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা এখন ও-লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট তিনি।
আবার সৌম্য তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। ক্রিকেটার সৌম্যর বাবা কিশোর মোহন সরকার সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা অফিসার, মা নমিতা রাণী সরকার গৃহিণী।
সৌম্যের জন্মদিনে শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা।
Discussion about this post