জন্মদিনের উত্তাপটা আগের দিনই পাচ্ছিলেন তিনি। মিরপুরে তার রেস্টুরেন্টের সামনে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়! সেখানেই ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেন নেন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারের ৩১তম জন্মদিন ২৪ মার্চ, শনিবার। সন্দেহ নেই বেশ কয়েক বছর ধরেই তিনিই টাইগার ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে আছেন।
জন্মদিনে বন্ধু, সতীর্থ আর ভক্তদের ভালবাসায় ভাসছেন সাকিব। এরইমধ্যে শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে দেয়া পোস্টে লিখেছে, ১০,০৭৪ আন্তর্জাতিক রান, ৪৯৮ আন্তর্জাতিক উইকেট শীর্ষ টেস্ট ও টি-টুয়েন্টির অলরাউন্ডার। ৩১তম জন্মদিনের শুভেচ্ছা সাকিব আল হাসান।’
সাকিব ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি আর পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।
ক্যারিয়ারে শুরু থেকেই সাফল্য তার সঙ্গে থেকেছে। ২০০৯ সালে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। তারপর ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হন তিনি।
সেই বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন। বাবা ফুটবলার হলেও নিজে ক্রিকেটটাই বেছে নেন। এরপর সময়ের পথ ধরে হয়ে উঠেছেন টাইগার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।
ক্রিকবিডি২৪. কম এর পক্ষ থেকে সাকিবকে অভিনন্দন!
Discussion about this post