ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি শুধু একজন ক্রিকেটারই নন, লাখো মানুষের আদর্শ। আলোকিত এক বাতিঘর। এক মহা তারকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। আর জনপ্রিয়তায় এ মূহুর্তে দেশসেরা। অনেক দিন ধরেই তিনি গোটা বাংলাদেশেরই দ্বায়িত্ব কাধে তুলে নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ শুক্রবার, ৫ অক্টোবর।
শুভ জন্মদিন মাশরাফি। ক্রিকবিডি২৪.কম এর পক্ষ থেকে টাইগারদের ওয়ানডে অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা!
সেই ১৯৮৩ সাল। ৫ অক্টোবর। চিত্রা নদীর পাড়ের শহর নড়াইলে জন্ম মাশরাফির। কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের সেই চিত্রা নদীর পাশে কেটেছে দুরন্ত শৈশব। তখন তার প্রিয় খেলা ছিল সাঁতার, ফুটবল ও ব্যাডমিন্টন। তারপর এক সময় ক্রিকেটের প্রতি ভালবাসা জন্মে। এক নানা’র হাত ধরে শুরু ক্রিকেটে হাতেখড়ি। অনূর্ধ্ব-১৯ দল দিয়ে জাতীয় পর্যায়ে যাত্রা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
এরমধ্যে ২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক মাশরাফির। এখন পর্যন্ত ৩৬ টেস্টে ৭৯৭ রান ও ৭৮ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য বেশ কয়েক বছর ধরেই টেস্টে খেলছেন না ম্যাশ। তবে অধিনায়ক হিসেবেও বেশ সফল তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ১টি টেস্ট। জিতেছে সেই একটিতে।
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলেন না মাশরাফি। সরে দাঁড়িয়েছেন টি-টুয়েন্টি ক্রিকেট থেকেও। ১৯৬ টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি করেছেন ১৭২০ রান। নিয়েছেন ২৫১টি উইকেট।
ম্যাশ ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ৭৯৭ রান করেছেন। বল হাতে নেন ৭৮টি উইকেট। টি-টুয়েন্টি ক্রিকেটে তিনি ৫৪টি ম্যাচ খেলে ৩৭৭ রান আর নেন ৪২টি উইকেট
একের পর এক ইনজুরিতে পড়লেও মানসিক শক্তি দিয়ে বারবারই ফিরেছেন মাশরাফি। ৭ বার অস্ত্রোপচারের পরও খেলে যাচ্ছেন তিনি। দেশের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাইতো হয়ে উঠেছেন সত্যিকারের নায়ক।
আজকের দিনটি স্মরনীয় একদিন মাশরাফির। কেননা, তিনবছর আগে এদিন জন্ম নিয়েছিল তার ছেলে সাহেল। বাবা-ছেলের একই দিনে জন্ম! স্ত্রী-দুই সন্তান নিয়ে মিরপুরে মাশরাফির সংসার স্বর্গ।
শুভ জন্মদিন ক্যাপ্টেন। মাশরাফি বিন মতুর্জা কৌশিক নামের নড়াইল এক্সপ্রেস আরো অনেক দিন এভাবেই সচল থাকুক। নিরন্তর শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদকে।
Discussion about this post